লিভারপুলকে হারাল ইউনাইটেড
লিভারপুল, ২০ অক্টোবর (হি.স.): রবিবার রাতে হাইভোল্টেজ ম্যাচে ঘরের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ২-১ গোলে হেরেছে লিভারপুল । এ নিয়ে লিগে টানা তিন ম্যাচে হারল অল রেডরা। ম্যাচ শুরু হতেই গোলের দেখা পায় ইউনাইটেড। ম্যাচের মাত্র ৬৩ সেকেন্ডে রেড ডেভিল
লিভারপুলকে হারাল ইউনাইটেড


লিভারপুল, ২০ অক্টোবর (হি.স.):

রবিবার রাতে হাইভোল্টেজ ম্যাচে ঘরের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ২-১ গোলে হেরেছে লিভারপুল । এ নিয়ে লিগে টানা তিন ম্যাচে হারল অল রেডরা।

ম্যাচ শুরু হতেই গোলের দেখা পায় ইউনাইটেড। ম্যাচের মাত্র ৬৩ সেকেন্ডে রেড ডেভিলসকে এগিয়ে দেন ব্রায়ান এমবুয়েমো। দিয়ালোর কাছ থেকে বল পেয়ে গোল করেন এই ক্যামেরুনের তারকা।

দ্বিতীয় হাফে ইউনাইটেডকে একের পর এক আক্রমণ করে কোণঠাসা করে ফেলে সালাহ-গাকপোরা। কিন্তু গোলের দেখা পায়নি লিভারপুল।

শেষ পর্যন্ত ৭৮ মিনিটে সমতায় ফেরে স্বাগতিকরা। কিয়েসার পাস থেকে গোল করেন কোডি গাকপো। তবে লিড পেতে দেরি করেনি ইউনাইটেড। ৮৪ মিনিটে হ্যারি ম্যাগুয়েরের হেডে আবারও লিড পায় রেড ডেভিলসরা। আর সেই লিড ধরে রাখে আমোরিমের দল। ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। ৯ বছর পর লিভারপুলের মাঠে জয় নিয়ে ফিরল ম্যানচেস্টার ইউনাইটেড।

এই হারের ফলে শিরোপা ধরে রাখার মিশনে বড় এক ধাক্কা পেল লিভারপুল। ৮ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে রইল তারা। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে নয় নম্বরে ইউনাইটেড।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande