সুইডেনের নতুন কোচ হলেন গ্রাহাম পটার
স্টকহোম, ২০ অক্টোবর (হি.স.): বিশ্বকাপ বাছাইয়ের শেষ তিন ম্যাচে সুইডেন দুবারই হেরে গেছে কসোভোর কাছে। যারা সুইডেনের চেয়ে র‌্যাঙ্কিংয়ে ৫৯ ধাপ পিছিয়ে। কসোভোর র‌্যাঙ্কিং ৯১। তিন হারের পর ডেনিশ কোচ জন ডালের ওপর আর আস্থা রাখেনি সুইডেন। গত ১৪ অক্টোবর কসোভো
সুইডেনের নতুন কোচ হলেন গ্রাহাম পটার


স্টকহোম, ২০ অক্টোবর (হি.স.): বিশ্বকাপ বাছাইয়ের শেষ তিন ম্যাচে সুইডেন দুবারই হেরে গেছে কসোভোর কাছে। যারা সুইডেনের চেয়ে র‌্যাঙ্কিংয়ে ৫৯ ধাপ পিছিয়ে। কসোভোর র‌্যাঙ্কিং ৯১।

তিন হারের পর ডেনিশ কোচ জন ডালের ওপর আর আস্থা রাখেনি সুইডেন। গত ১৪ অক্টোবর কসোভোর কাছে দ্বিতীয়বার হারের পরই তাকে বরখাস্ত করে। ফেব্রুয়ারিতে প্রথম নন সুইডিস কোচ হিসেবে দলটির দায়িত্ব নিয়েছিলেন তিনি। বিশ্বকাপ বাছাইয়ে ৪ ম্যাচে তার অধীনে সুইডেন মাত্র একটি পয়েন্ট অর্জন করেছে।

জন ডালের জায়গায় সুইডেন নিয়োগ করলো চেলসির প্রাক্তন কোচ গ্রাহাম পটারকে। সোমবার সুইডিশ ফুটবল ফেডারেশন এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘লক্ষ্য হলো ২০২৬ সালের গ্রীষ্মকালীন বিশ্বকাপে কোয়ালিফাই করার জন্য সর্বোত্তম পরিস্থিতি তৈরি করা।’

আগামী ১৫ ও ১৮ নভেম্বর সুইজারল্যান্ড ও স্লোভেনিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ খেলবে সুইডেন।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande