সেরি আ : ২-০ গোলে হারলো ইউভেন্তুস
তুরিন, ২০ অক্টোবর (হি.স.): মরসুমে দারুণ শুরুর পর পথ হারিয়ে ফেলেছে ইউভেন্তুস। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচে ড্রয়ের পর, এবার তারা হেরে গেল। ঘরোয়া লিগে তাদেরকে হারিয়ে দিয়েছে কোমো। সেরি আয় রবিবার প্রতিপক্ষের মাঠে ২-০ গোলে হেরেছে ইউভেন্তুস। দু
ব্যর্থতার বৃত্তে বন্দি হয়ে পড়ল সেরি আর রেকর্ড চ্যাম্পিয়নরা ইউভেন্তুস


তুরিন, ২০ অক্টোবর (হি.স.): মরসুমে দারুণ শুরুর পর পথ হারিয়ে ফেলেছে ইউভেন্তুস। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচে ড্রয়ের পর, এবার তারা হেরে গেল। ঘরোয়া লিগে তাদেরকে হারিয়ে দিয়েছে কোমো।

সেরি আয় রবিবার প্রতিপক্ষের মাঠে ২-০ গোলে হেরেছে ইউভেন্তুস। দুই অর্ধে গোল দুটি হজম করেছে তারা।

ম্যাচের চতুর্থ মিনিটে মার্ক-অলিভার এগিয়ে দেয় কোমোকে। ৭৯ মিনিটে নিকো পাস দ্বিতীয় ও শেষ গোলটি করেন।

চলতি সেরি আয় কোমোর সাত ম্যাচে করা ৯ গোলের আটটিতেই জড়িয়ে পাসের নাম। আসরে যৌথভাবে সর্বোচ্চ চারটি গোল ও সর্বোচ্চ চারটি অ্যাসিস্ট করেছেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার।

সাত ম্যাচে তিনটি করে জয় ও ড্রয়ে ১২ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে উঠেছে কোমো। সমান পয়েন্ট নিয়ে ছয় নম্বরে নেমে গেছে ইউভেন্তুস।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande