কলকাতা, ২১ অক্টোবর (হি.স.): মঙ্গলবার নৈহাটি গিয়ে বড়মার মন্দিরে পুজো দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অশুভের বিরুদ্ধে শুভ শক্তির জয় এবং বাংলার মানুষের জন্য শান্তি ও কল্যাণ কামনা করেন তিনি।
এদিন বিকেলে নৈহাটির বড়মার মন্দিরে পৌঁছন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড৷ এরপর গাড়ি থেকে নেমে তিনি সোজা চলে যান অরবিন্দ রোডে বড়মার পুরনো মাতৃ প্রতিমার সামনে৷ সেখানে বড়মার মূর্তির সামনে বসে বৈদিক মন্ত্রে পুজো ও পুষ্পাঞ্জলি দিতে দেখা যায় তৃণমূলের 'সেনাপতি' অভিষেক বন্দ্যোপাধ্যায়কে৷ বড়মার মূর্তির সামনে আরতিও করেন৷ বড়মার পুজোতে অংশ নেওয়ার পর অভিষেক মূল মন্দিরে প্রবেশ করেন৷ সেখানেও বড়মার প্রতিষ্ঠিত কষ্টিপাথরের মূর্তির বিশেষ পুজোতে অংশ নিয়েছেন তিনি৷ মায়ের সামনে বসে দিয়েছেন অঞ্জলিও৷
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ