বালোদে গাড়ির ধাক্কায় মৃত এক সাইকেল আরোহী
বালোদ, ২১ অক্টোবর (হি.স.) : ছত্তিশগড়ের বালোদে এক পথ দুর্ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে দৌন্ডি থানার অন্তর্গত এলাকার কাঙ্গালমাঝি কলেজের কাছে। ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে , মৃত ব্যক্তির নাম ভোজরাম নেতাম (৪৫)।
বালোদে গাড়ির ধাক্কায় মৃত এক সাইকেল আরোহী


বালোদ, ২১ অক্টোবর (হি.স.) : ছত্তিশগড়ের বালোদে এক পথ দুর্ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে দৌন্ডি থানার অন্তর্গত এলাকার কাঙ্গালমাঝি কলেজের কাছে। ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার পুলিশ সূত্রে জানা গেছে , মৃত ব্যক্তির নাম ভোজরাম নেতাম (৪৫)। তিনি বারগাঁওয়ের বাসিন্দা। সোমবার রাতে সাইকেল করে বাড়ি ফিরছিলেন। ঠিক সেই সময়ে একটি গাড়ি তাঁকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে মৃত্যু হয় তাঁর। পলাতক গাড়ির চালক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande