ভোপাল, ২১ অক্টোবর (হি.স.) : দীপাবলির দ্বিতীয় দিনে মধ্যপ্রদেশের ধর্মনগর ছবিরকূটে এড়ানো গেল বড় দুর্ঘটনা । মঙ্গলবার নদীতে স্নানের সময় এক দম্পতি গভীর জলে তলিয়ে যাচ্ছিলেন। ঠিক তখনই সেখানে উপস্থিত এসডিআরএফের চন্দু বহুনিয়া দ্রুত নদীতে ঝাঁপিয়ে পড়ে তাঁদের প্রাণ রক্ষা করেন। পরে এসডিআরএফের বিনয় কুমার ও প্রকাশ পাটেল উদ্ধারকারী নৌকা নিয়ে পৌঁছান। তিনজনের প্রচেষ্টায় দম্পতিকে নিরাপদে নদীর পাড়ে আনা হয়।
দু’জনকেই প্রাথমিক চিকিৎসার দেওয়া হয়। স্থানীয় প্রশাসনের আধিকারিকরা জানিয়েছেন, দীপাবলি মেলায় নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।ঘাটে মোতায়েন করা হয়েছে ডুবুরি ও মেডিকেল টিম।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য