গুয়াহাটি, ২১ অক্টোবর (হি.স.) : গুয়াহাটির মালিগাঁওয়ে অবস্থিত রিজার্ভ লাইনে ভাবগম্ভীর পরিবেশের মধ্য দিয়ে শ্রদ্ধার সঙ্গে পুলিশ স্মৃতি দিবস ২০২৫ পালন করেছে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের অধীন রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরিপএফ)। অনুষ্ঠানটি আরপিএফ এবং আরপিএসএফ সদস্যগণ সহ সাহসী পুলিশ কর্মীদের সম্মান ও শ্রদ্ধা জানাতে আয়োজন করা হয়েছে, যাঁরা নাগরিকদের জীবন ও সম্পত্তি রক্ষা করতে গিয়ে কর্তব্যরত অবস্থায় সর্বোচ্চ বলিদান দিয়েছেন। উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে সদর কার্যালয় এবং গ্রেটার গুয়াহাটি এলাকার আরপিএফ এবং আরপিএসএফ-এর বরিষ্ঠ আধিকারিক ও কর্মচারীরা স্ব-স্ব ইউনিফর্ম পরে অনুষ্ঠানে অংশগ্রহণ করে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
পুলিশ স্মৃতি দিবস-এর প্যারেড সকাল ৭:২০ মিনিটে শুরু হয়। অনুষ্ঠানে উত্তরপূর্ব সীমান্ত রেলওেয়র প্রিন্সিপাল চিফ সিকিউরিটি কমিশনার (পিসিএসসি) পরম শিব উপস্থিত ছিলেন। তিনি জেনারেল স্যালুট গ্রহণ করেছেন। পিসিএসসি উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের শহিদদের নাম পাঠ করে তাঁদের সর্বোচ্চ আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ করেছেন। পরম শিব স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের সময় ব্যান্ডটি স্লো মার্চ-এর সুর বাজায় এবং প্যারেড-এ প্রয়াত আত্মার স্মরণে দু মিনিট মৌনতা পালন করা হয়।
পবিত্র এই অনুষ্ঠানের মধ্যে শেষ পোস্ট, শোক শাস্ত্র এবং আরপিএফ পতাকা উত্তোলন করা ছিল। তার পর শ্রদ্ধার নিদর্শন হিসেবে পতাকা অর্ধনমিত রাখা হয়। মৌনতা পালনের পর পতাকাটি সম্পূর্ণভাবে উত্তোলন করা হয়।
প্রতি বছর ২১ অক্টোবর দেশজুড়ে পুলিশ স্মৃতি দিবস পালিত হয়। যাতে জাতির সেবায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারকারী সাহসী পুলিশ কর্মীদের স্মরণ করে সম্মানিত করা যায়।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস