আগরতলা, ২১ অক্টোবর (হি.স.) : ২৩ অক্টোবর রাজ্যে কয়েকটি সংগঠনের পক্ষ থেকে বনধের আহ্বানের প্রেক্ষিতে ত্রিপুরা সরকার গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে। রাজ্য সরকারের সাধারণ প্রশাসন দফতরের জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, বনধ সত্ত্বেও উল্লিখিত দিনে রাজ্যের সমস্ত সরকারি দফতর, সরকার অধিগৃহীত সংস্থা এবং রাজ্য সরকারের অধীনস্থ বিভিন্ন অফিসে স্বাভাবিকভাবে কাজকর্ম চলবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, ঐদিন সমস্ত সরকারি কর্মচারী এবং সরকার অধিগৃহীত সংস্থার কর্মীদের নিয়মিত দায়িত্ব পালন বাধ্যতামূলক। কর্মচারিদের উপস্থিতি (হাজিরা) সম্পর্কিত তথ্য নির্ধারিত সময়ের মধ্যে সাধারণ প্রশাসন দফতরে পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ও জনসাধারণের সুবিধার্থে বিশেষ নজরদারি রাখা হবে। সরকারি কাজের ধারাবাহিকতা বজায় রাখতে বনধের প্রভাবে যেন প্রশাসনিক কর্মকাণ্ড ব্যাহত না হয়, তা নিশ্চিত করতে উদ্যোগী হয়েছে সরকার।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ