পালামুতে টেম্পোর ধাক্কায় মৃত এক ,আহত এক
পালামু, ২১ অক্টোবর (হি.স.) : ঝাড়খণ্ডের পালামুতে পথ দুর্ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে, সোমবার রাতে ছত্রপুর থানার অন্তর্গত এলাকার রামগড় শিব মন্দিরের কাছে। ঘটনায় এক যুবকের মৃত্যু হয়। অন্য একজন গুরুতরভাবে আহত হন । মঙ্গলবার জানা গাছে, মৃত যুবকের নাম রিতেশ ক
পালামুতে টেম্পোর ধাক্কায় মৃত এক ,আহত এক


পালামু, ২১ অক্টোবর (হি.স.) : ঝাড়খণ্ডের পালামুতে পথ দুর্ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে, সোমবার রাতে ছত্রপুর থানার অন্তর্গত এলাকার রামগড় শিব মন্দিরের কাছে। ঘটনায় এক যুবকের মৃত্যু হয়। অন্য একজন গুরুতরভাবে আহত হন ।

মঙ্গলবার জানা গাছে, মৃত যুবকের নাম রিতেশ কুমার যাদব (২৭)। তিনি ছত্রপুরের লাথাইয়া বাভান্দির বাসিন্দা। আহত ব্যক্তির নাম সুরেন্দ্র যাদব (৪০)। তিনি বিহারের নবীনগর থানা এলাকার ডাকতৌয়ার বাসিন্দা। তাঁরা বাইকে করে বান্ধুডিহ-লাঙ্গুরাহী গ্রামে গিয়েছিলেন। সোমবার রাতে ছত্রপুর থানার অন্তর্গত এলাকার রামগড় শিব মন্দিরের কাছে একটি দ্রুতগামী টেম্পো তাঁদের বাইকটিকে ধাক্কা দেয়। ঘটনায় দুজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। যেখানে চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন । অন্যজন চিকিৎসাধীন অবস্থায় আছে। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় । তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande