মাণ্ডিতে পুড়ল দুইতলা বাড়ি
মাণ্ডি, ২১ অক্টোবর (হি.স.) : হিমাচল প্রদেশের মাণ্ডি জেলার লাডভড়োলের কথোণ গ্রামে সোমবার গভীর রাতে দুইতলা একটি বাড়িতে ভয়াবহ আগুন লাগে। ঘটনায় বাড়িতে থাকা এক মহিলাকে গ্রামবাসীরা উদ্ধার করেন। আগুনে বাড়ির সমস্ত আসবাব ও সামগ্রী পুড়ে যায়। খবর পেয়
মাণ্ডিতে পুড়ল দুইতলা বাড়ি


মাণ্ডি, ২১ অক্টোবর (হি.স.) : হিমাচল প্রদেশের মাণ্ডি জেলার লাডভড়োলের কথোণ গ্রামে সোমবার গভীর রাতে দুইতলা একটি বাড়িতে ভয়াবহ আগুন লাগে। ঘটনায় বাড়িতে থাকা এক মহিলাকে গ্রামবাসীরা উদ্ধার করেন।

আগুনে বাড়ির সমস্ত আসবাব ও সামগ্রী পুড়ে যায়। খবর পেয়ে দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক প্রায় কয়েক লক্ষ টাকা বলে জানা গেছে। প্রশাসনের এক আধিকারিক জানান, আগুনের উৎস এখনও জানা যায়নি। তদন্ত শুরু হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande