কলকাতা, ২১ অক্টোবর (হি.স.): আলিপুরের বিদ্যাসাগর কলোনির কিশোরীর অস্বাভাবিক মৃত্যুতে নতুন করে উত্তেজনা ছড়াল মঙ্গলবার। খুনের অভিযোগ তুলে কিশোরীর বাবা ও সৎ মা’র ওপর প্রতিবেশীরা চড়াও হয় এদিন। তাঁদেরকে মারধর করা হয় বলে অভিযোগ।
প্রতিবেশীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই কিশোরীর ওপর নানাভাবে অত্যাচার করত তার পরিবারের সদস্যেরা। নানাভাবে মানসিক নির্যাতন করা হত। রীতিমতো পরিকল্পনামাফিক ‘খুন’ করা হয়েছে কিশোরীকে। এরই প্রতিবাদে এবং কিশোরীর মৃত্যুর তদন্তের দাবি তুলে এদিন বিক্ষোভ দেখান প্রতিবেশীরা।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ