হুগলি, ২১ অক্টোবর (হি.স.): গঙ্গায় ঝাঁপ দিলেন এক যুবতী। তাঁর বয়স বছর পঁচিশ। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে হুগলির চন্দননগর স্ট্র্যান্ড সংলগ্ন পাতাল বাড়ির কাছের ঘাটে।
জানা গেছে, যুবতী চন্দননগর বাগবাজার এলাকার একটি সোনার দোকানে কাজ করতেন। যুবতীর পরিজনদের দাবি, গত কয়েকদিন ধরে কর্মস্থলে কোনও কারণে চাপে ছিলেন তিনি। গঙ্গায় তল্লাশি শুরু হয়েছে। পাড় থেকে একটি সুইসাইড নোট এবং যুবতীর মোবাইল উদ্ধার করেছে পুলিশ। ওই লেখা যুবতীর কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ