বিশালগড় (ত্রিপুরা), ২১ অক্টোবর (হি.স.) : স্ত্রীকে পিটিয়ে ঘর থেকে বের করার পর ফাঁসিতে আত্মঘাতী স্বামী। মৃত ব্যক্তির নাম রতন দেবনাথ।ঘটনা সিপাহীজলা জেলার উত্তর চড়িলামের গৌতম কলোনি এলাকায়। ৮ মাসের সন্তানকে নিয়ে অসহায় গৃহবধূ।
জানা গিয়েছে, সিপাহীজলা জেলার বিশালগড় থানার অন্তর্গত উত্তর চড়িলামের গৌতম কলোনির বাসিন্দা রতন দেবনাথ ও তাঁর স্ত্রীর মধ্যে কোন একটি বিষয় নিয়ে বিবাদ হয় মঙ্গলবার দুপুরে। এক সময় উত্তেজিত হয়ে রতন দেবনাথ স্ত্রীকে বেধড়ক মারধর করে এবং ঘরের মধ্যেই ফাঁসিতে আত্মঘাতী হন।
ঘটনার খবরে সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশালগড় থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়। প্রাথমিকভাবে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ