বক্সনগর (ত্রিপুরা), ২১ অক্টোবর (হি.স.) : মঙ্গলবার সকালে সিপাহীজলা জেলার কাঁঠালিয়া ব্লকের জগতরামপুর এডিসি ভিলেজ এলাকার মাইক্রোসা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন রাবার বাগান থেকে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে সাতটার দিকে পথচারীরা স্বাস্থ্য কেন্দ্রের পাশে একটি গাছে যুবকের মৃতদেহ ঝুলতে দেখে। খবর পেয়ে যাত্রাপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, মৃত যুবকের নাম জীবন দাস (২৭), পিতা মোহন লাল দাস, বাড়ি থলি বাড়ি এডিসি ভিলেজ। যাত্রাপুর থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন, “এই মুহূর্তে মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কাঁঠালিয়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে। রিপোর্টের পরেই প্রকৃত কারণ জানা যাবে।”
পরিবারের সদস্যরা জানিয়েছেন, জীবন দাস সোমবার রাতে বাড়ি ফেরেননি। সকালে তাঁর মৃত্যুর খবর পেয়ে পরিবারের সদস্যরা শোকাহত হয়ে পড়েন। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি কিছু শারীরিক অসুস্থতা ও মানসিক চাপের সম্মুখীন ছিলেন।
তবে স্থানীয়দের মধ্যে বিতর্ক রয়েছে—কেউ বলছেন মানসিক হতাশার কারণে আত্মহত্যা, আবার কেউ ধারণা করছেন অন্য কোনও কারণও থাকতে পারে। বিশেষ করে, থলি বাড়ি থেকে মাইক্রোসা স্বাস্থ্য কেন্দ্র পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে যুবকটি কেন রাবার বাগানে গেলেন তা নিয়ে রহস্য রয়েছে। যাত্রাপুর থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে এবং ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানানো হবে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ