পাটনা, ৮ অক্টোবর (হি.স.): এনডিএ নেতৃত্বের মুখ হলেন নীতীশ কুমার, জানিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিং। বুধবার পাটনায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে নীতীশ বলেন, এনডিএ নেতৃত্বের মুখ হলেন নীতীশ কুমার। আসন বন্টন শীঘ্রই ঘোষণা করা হবে, তবে কংগ্রেস গতকাল বলেছে, তেজস্বী যাদব হবেন আরজেডি-র মুখ্যমন্ত্রীর মুখ, মহাজোটের নয়। এনডিএ-র নীতি, নেতৃত্ব এবং অভিপ্রায় সবই স্থির। কোনও সমস্যা নেই।
উল্লেখ্য, বিহারে বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই সব দলের মধ্যেই শুরু হয়েছে তোড়জোড়। আসন বন্টন নিয়ে আলোচনা চলছে। এনডিএ-র পাশাপাশি বিরোধীরাও বৈঠক করেছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা