মুর্শিদাবাদ, ৮ অক্টোবর (হি.স.): বুধবার সকালে মুর্শিদাবাদের বেলডাঙার হালদার পাড়া থেকে তিনটি মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে অনুমান, স্ত্রী ও আট বছরের সন্তানকে মেরে আত্মঘাতী হয়েছেন স্বামী।
পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম সঞ্জিত হালদার (৩৬) এবং তাঁর স্ত্রী ও ছেলের নাম যথাক্রমে মৌসুমী হালদার (২৮), রায়ান হালদার (৭)। তদন্তে জানা গিয়েছে, ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। সেই দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনার পিছনে কী কারণ লুকিয়ে তা খতিয়ে দেখছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ