নগর সমবায় ব্যাঙ্কগুলিকে সুবিধাবঞ্চিতদের ক্ষমতায়নের জন্য এগিয়ে আসা উচিত : অমিত শাহ
নয়াদিল্লি, ১০ নভেম্বর (হি.স): নগর সমবায় ব্যাঙ্কগুলিকে সুবিধাবঞ্চিতদের ক্ষমতায়নের জন্য এগিয়ে আসা উচিত, এই আহ্বান জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ। সোমবার দিল্লিতে কো-ওপ কুম্ভ ২০২৫ সম্মেলনের উদ্বোধন করার পর অমিত শাহ বলেন, ন্যা
অমিত শাহ


নয়াদিল্লি, ১০ নভেম্বর (হি.স): নগর সমবায় ব্যাঙ্কগুলিকে সুবিধাবঞ্চিতদের ক্ষমতায়নের জন্য এগিয়ে আসা উচিত, এই আহ্বান জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ। সোমবার দিল্লিতে কো-ওপ কুম্ভ ২০২৫ সম্মেলনের উদ্বোধন করার পর অমিত শাহ বলেন, ন্যাশনাল ফেডারেশন অফ আরবান কোঅপারেটিভ ব্যাংকস অ্যান্ড ক্রেডিট সোসাইটিজ লিমিটেড, এনএএফসিইউবি এবং নগর সংস্থাগুলির উচিত নৈতিক নির্দেশিকা জারি করা যার ভিত্তিতে প্রতিটি নগর সমবায় ব্যাংক তাদের আর্থিক কাঠামো পুনর্গঠন করবে।

তিনি বলেন, লক্ষ্য হল সমবায়গুলিকে শক্তিশালী করা এবং সমাজের দুর্বল শ্রেণীকে উন্নীত করা। অমিত শাহ বলেন, লক্ষ্য হওয়া উচিত পাঁচ বছরের মধ্যে দুই লক্ষেরও বেশি জনসংখ্যার প্রতিটি শহরে একটি করে আরবান কোঅপারেটিভ ব্যাংক প্রতিষ্ঠা করা। তিনি বলেন, ত্রিভুবন সমবায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে তরুণ প্রজন্মকে সমবায়ের সঙ্গে সংযুক্ত করার জন্য এবং সমবায় সেক্টরের জন্য পেশাদারদের প্রস্তুত করার জন্য। অমিত শাহ বলেন, এটি এমন একটি প্রজন্ম তৈরি করবে যা ২০৪৭ সালের মধ্যে সমবায় সেক্টরকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande