
নয়াদিল্লি, ১০ নভেম্বর (হি.স.): কবি ও চিন্তাবিদ আন্দে শ্রী-র প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রী বলেছেন, আন্দে শ্রী-র প্রয়াণ আমাদের সাংস্কৃতিক এবং বৌদ্ধিক জগতে অপূরণীয় ক্ষতি। প্রয়াত এই কবি সারাজীবন তেলঙ্গানার চেতনাকে তুলে ধরেছেন। সাধারণ মানুষের সংগ্রাম এবং আশা - আকাঙ্খা প্রাণ পেয়েছে তাঁর লেখায়। তাঁর রচনা হৃদয়স্পর্শী এবং সমাজের সামগ্রিক প্রবণতাকে প্রতিফলিত করেছে ধারাবাহিকভাবে। সামাজিক এবং কাব্যিক চেতনার মেলবন্ধন ঘটেছে তাঁর লেখায়। এক্স পোস্টে প্রধানমন্ত্রী এই বার্তা দিয়েছেন।
এই বিষয়ে জানিয়েছে ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)|
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ