
নয়াদিল্লি, ১০ নভেম্বর, (হি.স.): সোমবার সন্ধেয় লালকেল্লা সংলগ্ন এলাকায় ভয়াবহ বিস্ফোরণ ঘটে! ঘটনাস্থল মেট্রো স্টেশনের কাছাকাছি। দিল্লির পুরনো শহরের এই এলাকায় হঠাৎ বিস্ফোরণে চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে।
কেন্দ্রে নরেন্দ্র মোদী জমানায় প্রথমবার রাজধানী দিল্লিতে সন্ত্রাসবাদী হামলার আতঙ্ক ছড়াল। কেন্দ্রীয় গোয়েন্দারা যখন দিল্লিতে বড়সড় জঙ্গি হামলার ছক ভেস্তে দেওয়ার দাবি করেছেন, ঠিক সেই দিনই এই বিস্ফোরণ ঘটায় আতঙ্ক আরও বেড়েছে।
এরই মধ্যে উঠে এসেছে আরও মারাত্মক তথ্য। জম্মু ও কাশ্মীর ও হরিয়ানা পুলিশের যৌথ অভিযানে ধরা পড়েছেন দুই চিকিৎসক এবং এক মহিলা চিকিৎসক। তাঁদের জইশ-ই-মহম্মদ ও আনসার গজওয়াত-উল-হিন্দ-এর আন্তর্জাতিক জঙ্গি মডিউলের সঙ্গে যুক্ত থাকার আশঙ্কা প্রকাশ করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত