
লখনউ, ১০ নভেম্বর (হি. স.) : রাজধানীতে বিস্ফোরণে রক্তাক্ত হতেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হল গোটা উত্তরপ্রদেশ। বাড়ানো হল রামমন্দিরের নিরাপত্তা। পাশাপাশি কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে মথুরার, প্রয়াগরাজ, বারাণসীর পর্যটনস্থলগুলি। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাসভবন ও মুখ্যমন্ত্রীর দপ্তরের নিরাপত্তাও বাড়ানো হয়েছে।
সরকারি সূত্রে জানা যাচ্ছে, সোমবার সন্ধ্যায় দিল্লিতে লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনার পরই গোটা উত্তরপ্রদেশে লাল সতর্কতা জারি করা হয়েছে। অযোধ্যায় রামমন্দিরের সামনে নাকা চেকিং শুরু করেছে নিরাপত্তাবাহিনী। উত্তরপ্রদেশের রাজধানী লখনউতে বিধানসভার সামনে নাকা চেকিংয়ের পাশাপাশি মোতায়েন করা হয়েছে বাড়তি নিরাপত্তাবাহিনী। একইভাবে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে পর্যটনস্থল মথুরা, প্রয়াগরাজ বারাণসীর সমস্ত বড় মন্দিরগুলিতে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উপর হামলা হতে পারে এই আশঙ্কায় তাঁর বাসভবন ও দফতরের নিরাপত্তাও বাড়ানো হয়েছে।
উল্লেখ্য, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ দিল্লির লালকেল্লার সামনে পরপর তিনটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত বহু।
হিন্দুস্থান সমাচার / সোনালি