দিল্লির বিস্ফোরণের দিনেই অভিযানে মিলল প্রচুর বিস্ফোরক ও অস্ত্র
নয়াদিল্লি, ১০ নভেম্বর, (হি.স.): দিল্লির অদূরে ফরিদাবাদে এক ভাড়াবাড়িতে সোমবার হানা দেয় স্থানীয় ও কাশ্মীর পুলিশের যৌথবাহিনী। উদ্ধার করা হয় ৩৬০ কেজি বিস্ফোরক এবং বেশ কিছু অস্ত্রশস্ত্র। সেই ভাড়াবাড়িতে থাকতেন চিকিৎসক মুজ়াম্মিল। তাঁকে আগেই গ্রেফতার
দিল্লির বিস্ফোরণের দিনেই অভিযানে মিলল প্রচুর বিস্ফোরক ও অস্ত্র


নয়াদিল্লি, ১০ নভেম্বর, (হি.স.): দিল্লির অদূরে ফরিদাবাদে এক ভাড়াবাড়িতে সোমবার হানা দেয় স্থানীয় ও কাশ্মীর পুলিশের যৌথবাহিনী। উদ্ধার করা হয় ৩৬০ কেজি বিস্ফোরক এবং বেশ কিছু অস্ত্রশস্ত্র। সেই ভাড়াবাড়িতে থাকতেন চিকিৎসক মুজ়াম্মিল। তাঁকে আগেই গ্রেফতার করা হয়।

এদিনের অভিযানে উদ্ধার করা হয় ৩৬০ কেজি বিস্ফোরক এবং বেশ কিছু অস্ত্রশস্ত্র। ২০টি বোমার টাইমার, রিমোট এবং ওয়াকিটকিও ছিল ওই বিস্ফোরকের সঙ্গে। সেই ভাড়াবাড়িতে থাকতেন মুজ়াম্মিল। তদন্তে নেমে নজরে আসেন তাঁর সহযোগী চিকিৎসক শাহিন। তাঁর গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় একে-৪৭ রাইফেল।

পুলিশের দাবি, এটি সাম্প্রতিক কালের সবচেয়ে বড় বিস্ফোরক উদ্ধারের ঘটনা। তদন্তকারীরা আশঙ্কা করছেন, দিল্লি-কাশ্মীর ছাড়াও অন্য রাজ্যেও এই নেটওয়ার্কের শাখা ছড়িয়ে থাকতে পারে।

রাজধানীর এক প্রান্তে বিস্ফোরণ, অন্য প্রান্তে বিস্ফোরক উদ্ধার — গোটা দিল্লি এখন কড়া নিরাপত্তায়। জইশ মডিউলের ‘চিকিৎসক-চক্র’ তদন্তে এক নতুন দিক খুলে দিয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande