
নয়াদিল্লি, ১০ নভেম্বর (হি. স.) : দিল্লিতে লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণে এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সোমবার এক্স হ্যান্ডেলে তিনি মৃতদের পরিজনদের প্রতি দুঃখপ্রকাশ করে লেখেন, “আজ দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক। গোটা পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।” এদিন বিস্ফোরণের পর অমিত শাহের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রসঙ্গত, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ দিল্লির লালকেল্লার সামনে পরপর তিনটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত বহু।
হিন্দুস্থান সমাচার / সোনালি