বিজেপিতে যোগ দিলেই সব পাপ ধুয়ে মুছে সাফ হয়ে যায় : তেজস্বী যাদব
পাটনা, ১০ নভেম্বর (হি.স.): বিজেপিতে যোগ দিলেই সব পাপ ধুয়ে মুছে সাফ হয়ে যায়, কটাক্ষ করে বললেন আরজেডি নেতা তেজস্বী যাদব। সোমবার পাটনায় এক সাংবাদিক সম্মেলনে তেজস্বী যাদব বলেন, প্রধানমন্ত্রী এত সভা করেছেন, অন্তত আমাদের একটা রোডম্যাপ দেওয়া উচিত, আগামী
তেজস্বী যাদব


পাটনা, ১০ নভেম্বর (হি.স.): বিজেপিতে যোগ দিলেই সব পাপ ধুয়ে মুছে সাফ হয়ে যায়, কটাক্ষ করে বললেন আরজেডি নেতা তেজস্বী যাদব। সোমবার পাটনায় এক সাংবাদিক সম্মেলনে তেজস্বী যাদব বলেন, প্রধানমন্ত্রী এত সভা করেছেন, অন্তত আমাদের একটা রোডম্যাপ দেওয়া উচিত, আগামী পাঁচ বছরে তিনি বিহারকে কীভাবে এগিয়ে নিয়ে যাবেন। এখন তিনি নানা ধরণের গান গাইছেন, তিনি কোন ওয়েব সিরিজ দেখছেন? প্রধানমন্ত্রীর অনেক অবসর সময়, কিন্তু তেজস্বী এখানে চাকরি বণ্টন করবে। সম্রাট চৌধুরী, দিলীপ জয়সওয়াল, মঙ্গল পাণ্ডের দুর্নীতি ও জালিয়াতি দেখেননি প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী কি এই লোকদের কোনও প্রশ্ন করেননি? কেউ এই লোকদের প্রশ্ন করেন না। প্রধানমন্ত্রী বিহারের কুখ্যাত অপরাধীদের সঙ্গে মঞ্চ ভাগ করে নিয়েছিলেন। প্রধানমন্ত্রী কি উল্লাস পাণ্ডে, মনোরমা দেবী, আনন্দ মোহন, সুনীল পাণ্ডে, রাজবল্লভ এবং অনন্ত সিংকে সাধু মনে করেন। প্রধানমন্ত্রী এমনকি সৃজন কেলেঙ্কারির প্রধান অভিযুক্ত বিপিন শর্মার জন্য একটি বিশেষ পাস জারি করেছিলেন এবং তাকে বিমানবন্দরে ডেকে পিঠ চাপড়েছিলেন।

তেজস্বী যাদব আরও বলেন, অনন্ত সিং, উল্লাস পাণ্ডে, রাজবল্লভ, মনোরমা দেবী, আনন্দ মোহন এবং সুনীল পাণ্ডে কি খুব ভালো মানুষ? গঙ্গায় স্নান করেও কোনও নিশ্চয়তা নেই যে পাপ ধুয়ে যাবে কি না। কিন্তু তুমি যদি বিজেপিতে যোগ দাও, তাহলে তোমার পাপ ধুয়ে যাবে। তারা যাই করুক না কেন, তাদের পাপ ধুয়ে যাবেই তার নিশ্চয়তা আছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande