
পাটনা, ১৫ নভেম্বর (হি.স.) : বিহারের মুজাফফরপুরে শুক্রবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের পাঁচ সদস্যের মৃত্যু হয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
তদন্তকারীদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত। ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন, তাঁদের মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, মধ্যরাতে হঠাৎ ধোঁয়া ও আগুনের শিখায় ভরে ওঠে গোটা ঘর। মুহূর্তের মধ্যে আগুন বাড়ির অধিকাংশ অংশ গ্রাস করে নেয়। খবর পেয়ে দমকল বাহিনী ও পুলিশ ছুটে আসে, তবে ততক্ষণে বাড়িটি প্রায় সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
এক পুলিশ আধিকারিক জানান, আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে পরিবারের কেউই বাইরে বেরোতে পারেনি। গুরুতর আহত হয়ে মৃত্যু হয়েছে দুই শিশুর, তাদের বাবা-মা ও পরিবারের এক প্রবীণ সদস্যের। তিনি আরও জানান , প্রথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিটকের কারণেই আগুন লেগেছে। ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছেছে। পরীক্ষা শেষে প্রকৃত কারণ জানা যাবে। মৃতদের নাম , ললন কুমার (৩৫) , সুশীলা দেবী (৬০) ,পূজা কুমারী (৩০) , সৃষ্টি কুমারী (৭ বছর), গোলি (২ বছর)। প্রশাসন ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য