
নয়াদিল্লি, ১৫ নভেম্বর (হি.স.) : শুক্রবার গভীর রাতে শ্রীনগর থানায় বোমা বিস্ফোরণের ঘটনায় আম আদমি পার্টির (এএপি) জাতীয় আহ্বায়ক এবং দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, দেশ জবাব চাইছে।
অরবিন্দ কেজরিওয়াল শনিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, গত রাতে শ্রীনগর থানায় বোমা বিস্ফোরণের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং উদ্বেগজনক। অনেক সাহসী পুলিশ সদস্য শহীদ হয়েছেন এবং অনেকে আহত হয়েছেন। ঈশ্বর শহীদদের পরিবারকে এই অসহনীয় ক্ষতি সহ্য করার এবং আহতদের দ্রুত আরোগ্য লাভের শক্তি দিন। শোকাহত পরিবারের প্রতি রইল সমবেদনা।
কেজরিওয়াল বলেন, সরকারকে জিজ্ঞাসা করা গুরুত্বপূর্ণ: দেশে কী ঘটছে? সরকার, নিরাপত্তা সংস্থা এবং গোয়েন্দা সংস্থাগুলি কী করছে? কীভাবে এবং কেন জাতির নিরাপত্তার সাথে এত বড় আপোস করা হচ্ছে?
অরবিন্দ কেজরিওয়াল আরও বলেন, দিল্লি বিস্ফোরণের গুঞ্জন এখনও কমেনি, এরমধ্যেই আরেকটি বিস্ফোরণে কেঁপে উঠেছে দেশ।
হিন্দুস্থান সমাচার / সোনালি