সুরাটে নির্মীয়মান বুলেট ট্রেন স্টেশন পরিদর্শন প্রধানমন্ত্রীর
সুরাট, ১৫ নভেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের সুরাটে নির্মীয়মান বুলেট ট্রেন স্টেশন পরিদর্শন করেছেন এবং মুম্বাই – আহমেদাবাদ উচ্চগতি সম্পন্ন রেল করিডরের কাজের পর্যালোচনাও করেছেন। প্রধানমন্ত্রী শনিবার সকালে সুরাট বিমানবন্দরে অবতরণ কর
সুরাটে নির্মীয়মান বুলেট ট্রেন স্টেশন পরিদর্শন প্রধানমন্ত্রীর


সুরাট, ১৫ নভেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের সুরাটে নির্মীয়মান বুলেট ট্রেন স্টেশন পরিদর্শন করেছেন এবং মুম্বাই – আহমেদাবাদ উচ্চগতি সম্পন্ন রেল করিডরের কাজের পর্যালোচনাও করেছেন। প্রধানমন্ত্রী শনিবার সকালে সুরাট বিমানবন্দরে অবতরণ করেন এবং আন্ত্রোলি এলাকায় পৌঁছান, যেখানে বুলেট ট্রেন স্টেশন নির্মাণাধীন রয়েছে। প্রধানমন্ত্রী মোদী আধিকারিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং কাজ পর্যালোচনা করেন।

প্রায় ৫০৮ কিলোমিটার দীর্ঘ এই করিডরের ৩৫২ কিলোমিটার রয়েছে গুজরাট এবং দাদরা ও নগর হাভেলীর মধ্যে, ১৫৬ কিলোমিটার রয়েছে মহারাষ্ট্রে। এই করিডর সবরমতী, আহমেদাবাদ, আনন্দ, ভদোদরা, ভারুচ, সুরাট, বিলিমোরা, ভাপি, বয়সার, ভিরার, থানে এবং মুম্বইয়ের মতো বড় শহরগুলিকে সংযুক্ত করবে।

আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে অত্যাধুনিক কারিগরি কৌশলে তৈরি এই করিডরের ৪৬৫ কিলোমিটারেই (সম্পূর্ণ রুটের প্রায় ৮৫ শতাংশ) ভায়াডাক্ট থাকছে। এ পর্যন্ত ৩২৬ কিলোমিটার পথে ভায়াডাক্টের কাজ সম্পূর্ণ হয়েছে, ২৫টির মধ্যে ১৭টি নদীর উপর সেতু নির্মাণের কাজও সম্পন্ন। বুলেট ট্রেন মুম্বই ও আহমেদাবাদের মধ্যে দূরত্ব প্রায় ২ ঘণ্টা কমিয়ে আনবে। দ্রুততর, সহজতর এবং আরও আরামপ্রদ এই যাত্রা আন্তঃশহর পরিবর্তনের ক্ষেত্রে বিপ্লব এনে দেবে।

প্রায় ৪৭ কিলোমিটার দীর্ঘ সুরাট – বিলিমোরা শাখার কাজ শেষ হওয়ার মুখে। সুরাট স্টেশনের নকশায় শহরের বিশ্ববিখ্যাত হীরা শিল্পকে তুলে ধরা হয়েছে। যাত্রী স্বাচ্ছন্দ্যের দিকে বিশেষ নজর দিয়ে সেখানে সুপ্রশস্ত প্রতীক্ষা লাউঞ্জ, বিশ্রামাগার ও খুচরো বিপণীর নির্মাণ করা হয়েছে। এর সঙ্গে, সুরাট মেট্রো শহরের বাস পরিষেবা এবং ভারতীয় রেল নেটওয়ার্কেরও সংযোগ স্থাপন করা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande