পাকিস্তানে তীর্থে গিয়ে নিখোঁজ মহিলা , ধর্মান্তরিত হয়ে সরবজিৎ এখন নূর
চণ্ডীগড়, ১৫ নভেম্বর (হি.স.) : পাকিস্তানে তীর্থ করতে গিয়ে নিখোঁজ! ধর্মান্তরিত হয়ে পাক নাগরিককে বিয়ে পঞ্জাবি মহিলা। অবশেষে জানা গেল পাকিস্তানে গিয়ে ধর্মান্তরিত হয়ে বিয়ে করেছেন পঞ্জাবের সরবজিৎ কৌর। তিনি ইসলামে ধর্মান্তরিত হয়ে সংসার পেতেছেন সেদেশে। শ
পাকিস্তানে তীর্থ করতে গিয়ে নিখোঁজ মহিলা ; ধর্মান্তরিত হয়ে বিবাহ করে সরবজিৎ এখন নুর


চণ্ডীগড়, ১৫ নভেম্বর (হি.স.) : পাকিস্তানে তীর্থ করতে গিয়ে নিখোঁজ! ধর্মান্তরিত হয়ে পাক নাগরিককে বিয়ে পঞ্জাবি মহিলা। অবশেষে জানা গেল পাকিস্তানে গিয়ে ধর্মান্তরিত হয়ে বিয়ে করেছেন পঞ্জাবের সরবজিৎ কৌর। তিনি ইসলামে ধর্মান্তরিত হয়ে সংসার পেতেছেন সেদেশে। শনিবার এমনটাই নিশ্চিত করেছে ভারতের তদন্ত সংস্থাগুলি। সেখানে তাঁর নতুন নাম নূর হুসেন।

এসজিপিসি-র মহাসচিব প্রতাপ সিং বলেন, “তীর্থযাত্রীদের তালিকা আমরা পাঠাই। যাচাই-বাছাই ও ভিসা অনুমোদন কেন্দ্রীয় কর্তৃপক্ষই করে। বহু আবেদনই নথির ত্রুটির কারণে বাতিল হয়।” এর আগে আরও এক দম্পতি পাকিস্তানে গিয়ে নিকাহ করেছিলেন। ফলে ধারাবাহিকভাবে তীর্থযাত্রার ছদ্মবেশে বিদেশে গিয়ে ধর্মান্তরিত হয়ে বিয়ে করার ঘটনাগুলি নিয়ে উদ্বেগ বাড়ছে।

প্রসঙ্গত , পাকিস্তানে তীর্থ করতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিলেন ভারতের পঞ্জাবের বাসিন্দা বছর ৫২-র সরবজিৎ কৌর। সরবজিৎ পঞ্জাবের কাপুরথালার বাসিন্দা। তিনি গুরু নানকের ৫৫৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রকাশ পর্বে যোগদান করার জন্য গত ৪ নভেম্বর ওয়াঘা-আটারি সীমান্ত দিয়ে পাকিস্তানে যান। তাঁর সঙ্গে ছিলেন আরও ১৯৩২ জন পুণ্যার্থী।এই দলটি পঞ্জাবে অবস্থিত একাধিক গুরুদ্বারে গিয়েছিলেন।১০ দিন তাঁরা ছিলেন সেখানে। তাঁরা প্রত্যেকেই ১৩ নভেম্বর ফিরে আসেন দেশে। কিন্তু এই মহিলার কোনও খবর পাওয়া যায়নি। কিন্তু দেখা যায়, বাকিরা ফিরলেও কোনও খোঁজ নেই সরবজিতের। এরপর অভিবাসন দফতরের তরফে খবর দেওয়া হয় পঞ্জাব পুলিশে। পুলিশ তদন্তে নেমে ভারতীয় এজেন্সিগুলিকে প্রাথমিক তদন্ত রিপোর্ট পাঠায়। এরপর ভারতের তরফে পাকিস্তানি সূত্রের সঙ্গে যোগাযোগ করা হয়। তারপর সামনে আসে আসল ঘটনাটি।

জানা যায়, সরবজিৎ পাকিস্তানেই রয়েছেন। ধর্মান্তরিত হয় তিনি বিয়ে করেছেন নাসির হুসেন নামের এক স্থানীয়কে। লাহোর থেকে ৫৬ কিমি দূরে শেখপুরায় থাকতে শুরু করেছেন সবরজিৎ। নাম বদলে এখন তাঁর নাম নূর। একটি নিকাহনামাও প্রকাশ্যে এসেছে।দুই সন্তানের মা সরবজিৎ বিবাহ বিচ্ছিন্না।বিগত ৩০ বছর ধরে তাঁর স্বামী ইংল্যান্ডে থাকেন। কেন হঠাৎ ওই মহিলা এমন সিদ্ধান্ত নিলেন তা জানা যায়নি।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande