
কলকাতা, ১৫ নভেম্বর (হি. স.): মুন্ডা আদিবাসী ও সমাজ সংস্কারক বিরসা মুন্ডার জন্মবার্ষিকী পালিত হচ্ছে দেশজুড়েই। সেইসঙ্গে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার এক্স হ্যান্ডেলে এক বার্তায় তিনি লিখেছেন যে, - জয় জোহার
মুন্ডা বিদ্রোহের বীর নেতা, ধরতি আবা ভগবান বিরসা মুন্ডার সার্ধশতবর্ষ পূর্তিতে জানাই সশ্রদ্ধ প্রণাম।
রাজ্য জুড়ে এই বিশেষ দিনটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হচ্ছে।
তাঁর জন্মদিনে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
আদিবাসী সমাজের এই প্রাণ পুরুষের নাম যুক্ত আছে জঙ্গলমহলে আমাদের একটি বিশ্ববিদ্যালয়ে। তাঁকে সম্মান জানাতে উত্তরবঙ্গে তাঁর নামাঙ্কিত একটি কলেজও আমরা করেছি।
উল্লেখ্য, বিরসা মুন্ডা ছিলেন এক সমাজ সংস্কারক ও মুন্ডা আদিবাসী। তৎকালীন ব্রিটিশ সরকারের অত্যাচার ও অবিচারের প্রতি ক্ষুদ্ধ হন। রাঁচি অঞ্চলের উলিহাতু গ্রামের বাসিন্দা। এতদসত্ত্বেও ভারত জুড়েই তিনি আদিবাসী মুন্ডাদের সংগঠিত করে মুন্ডা বিদ্রোহের সূচনা করেন। সেই কারণেই বিদ্রোহীদের কাছে তিনি বিরসা ভগবান - নামেই পরিচিত
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত