
কলকাতা, ১৫ নভেম্বর (হি. স.) : বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণ বার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন মুখ্যমন্ত্রী। এই উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার এক্স হ্যান্ডেলে এক বার্তায় লিখেছেন যে, - প্রবাদপ্রতিম অভিনেতা, কবি, নাট্যকার ও আবৃত্তিশিল্পী সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকীতে তাঁকে জানাই আমার অন্তরের শ্রদ্ধা। এটা আমাদের গর্ব, আমরা তাঁকে রাজ্যের সর্বোচ্চ সম্মান 'বঙ্গবিভূষণ' - এ ভূষিত করতে পেরেছিলাম। উল্লেখ্য, ভারতীয় ও বাঙালি চলচ্চিত্র অভিনেতা হিসেবে কিংবদন্তী তিনি, তবে আবৃত্তিশিল্পী হিসেবেও তার নাম অত্যন্ত সম্ভ্রমের সঙ্গে উচ্চারিত হয়। বিখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের ৩৪ টি সিনেমার মধ্যে ১৪ টিতেই অভিনয় করেছেন তিনি। ১৯৫৯ সালে প্রথম সত্যজিৎ রায়ের পরিচালিত 'অপুর সংসার'- ছবিতে অভিনয় করেন। পরবর্তীতে মৃণাল সেন, তপন সিং, অজয় করের মতো পরিচালকদের সঙ্গেও কাজ করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত