
পাটনা, ১৫ নভেম্বর (হি.স.): বিহারে এনডিএ-র ঐতিহাসিক জয়ের পর শনিবার বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে দেখা করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা লোক জনশক্তি পার্টি (আরভি)-র প্রধান চিরাগ পাসোয়ান। মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে দেখা করার পর কেন্দ্রীয় মন্ত্রী এবং এলজেপি (আরভি) প্রধান চিরাগ পাসওয়ান বলেন, আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছি, তাঁকে অভিনন্দন জানিয়েছি এবং শুভকামনা জানিয়েছি। নীতীশ কুমারের নেতৃত্বে এনডিএ ঐতিহাসিক জয় পেয়েছে। তাই, এলজেপি (আরভি)-এর একটি প্রতিনিধিদল তাঁর সঙ্গে দেখা করে তাঁকে অভিনন্দন জানিয়েছে।
চিরাগ বলেন, আমি আনন্দিত যে মুখ্যমন্ত্রী এনডিএ-তে প্রতিটি জোট শরিকের ভূমিকার প্রশংসা করেছেন। তিনি এলজেপি (আরভি) প্রার্থীকে সমর্থন করেছিলেন। আলাউলিতে, যেখানে আমি ভোট দিই, আমি জেডি (ইউ) প্রার্থীকে সমর্থন করেছি। এটি দেখায় যে জেডি (ইউ) এবং এলজেপি (আরভি) সম্পর্কে যারা বিভ্রান্তিকর কথা বলছিল, তারা কেবল মিথ্যা বর্ণনা তৈরি করছিল।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা