বাসের ধাক্কায় দুর্ঘটনা হতাহত দম্পতি
যোধপুর, ১৫ নভেম্বর (হি.স.) : রাজস্থানের যোধপুর–বাড়মের জাতীয় সড়কের ধাওয়া–সিণলি ফাঁটা এলাকায় শনিবার দুপুরে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা দম্পতিকে ধাক্কা দেয় একটি বাস। ঘটনাস্থলেই মারা যান এক মহিলা। গুরুতর আহত তাঁর স্বামীকে যোধপুর হাসপাতালে স্থানান্তর করা
বাসের ধাক্কায় দুর্ঘটনা হতাহত দম্পতি


যোধপুর, ১৫ নভেম্বর (হি.স.) : রাজস্থানের যোধপুর–বাড়মের জাতীয় সড়কের ধাওয়া–সিণলি ফাঁটা এলাকায় শনিবার দুপুরে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা দম্পতিকে ধাক্কা দেয় একটি বাস। ঘটনাস্থলেই মারা যান এক মহিলা। গুরুতর আহত তাঁর স্বামীকে যোধপুর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ঘটনার পর উত্তেজিত গ্রামবাসীরা হাইওয়েতে জড়ো হয়ে ডিভাইডার নির্মাণের দাবি তোলে। টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন তাঁরা। জাতীয় কর্তৃপক্ষের আধিকারিকদের তলব করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, গুমানারাম ও তাঁর স্ত্রী জাতীয় সড়কের ধারে দাঁড়িয়ে ছিলেন। সেই সময় বাড়মের দিক থেকে আসা একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের ধাক্কা দেয়। মহিলাটি ঘটনাস্থলেই প্রাণ হারান। গুমানারামকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।

জাতীয় সড়কে লাগাতার দুর্ঘটনার প্রেক্ষিতে গ্রামবাসীদের দাবিএলাকায় অবিলম্বে ডিভাইডার বা জাম্পার তৈরি করা হোক।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande