
হাইলাকান্দি (অসম), ১৫ নভেম্বর (হি.স.) : জনজাতি নেতা ভগবান বিরসা মুণ্ডার সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষ্যে পক্ষকাল ব্যাপী জনজাতি গৌরব দিবস-এর শেষদিন আজ শনিবার ঘাড়মুড়ায় জনজাতি পাখওয়াড়া দিবস পালন করা হয়।
হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে এ উপলক্ষ্যে ঘাড়মুড়ার বনবাসী কল্যাণ আশ্রমে জনজাতির কৃষ্টি-সংস্কৃতি নিয়ে আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা কমিশনার অভিষেক জৈন ফিতা কেটে অনুষ্ঠানের সূচনা করেন।
অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে জেলা কমিশনার অভিষেক জৈন জনজাতিদের ঐতিহ্য, ক্রীড়া ও ভারতবর্ষের সংস্কৃতিকে ঋদ্ধ করেছে বলে মত প্রকাশ করেন। জনজাতিদের উন্নয়নে বর্তমান সরকার এবং হাইলাকান্দি প্রশাসন সব ধরনের কাজ করে যাচ্ছে বলে জানান জেলা কমিশনার।
ডিডিসি এল্ডাড ফাইরিম স্বাধীনতা সংগ্রামে জনজাতি সম্প্রদায়ের অবদানের প্রসঙ্গে বক্তব্য পেশ করেছেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অংশগ্রহণ করেছেন বিজেপি নেতা কল্যাণ গোস্বামী, মুন স্বর্ণকার, মিলন দাস প্রমুখ। প্রীতম রিয়াং, লালনুনতারা রাঙ্খল, ওয়ারলেস খাসিয়া, ললতা শেখচিপ, লালরিনমা রাঙলং তাঁদের সম্প্রদায়ের পক্ষে বক্তব্য পেশ করেন।
আজকের জনজাতি গৌরব দিবসের অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয় সাত জনকে। তাঁরা রাজেশ চরকি, শৈল কুমার রিয়াং, প্রীতম রিয়াং, স্বামী বর্মণ, মিঠুন বর্মণ, ওয়ারলেস বর্মণ এবং জীবন খাসি। শংসাপত্র দেওয়া হয়েছে আটজন যথাক্রমে মনেশচন্দ্র রিয়াং, প্রীতম রিয়াং, প্রহ্লাদ রিয়াং, সামসনেল রাঙ্খল, সুবেদার নান্নুপল রাঙ্খল, ড. জন নান্নুআসুক রাঙ্খল, ওয়ারলেস খাসিয়া এবং জীবন খাসিয়াকে।
অনুষ্ঠানে বিভিন্ন জনজাতি সম্প্রদায়ের সাংস্কৃতিক কার্যক্রম পরিবেশন এবং প্রদর্শনী অনুষ্ঠিত হয়। গুজরাট থেকে প্রধানমন্ত্রীর ভাষণ লাইভ স্ট্রিমিং করে দেখানো হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেছেন বাচিকশিল্পী শংকর চৌধুরী।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস