
শিলচর (অসম), ১৫ নভেম্বর (হি.স.) : কাছাড় জেলার সড়ক পরিকাঠামো শক্তিশালীকরণের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (এনএইচআইডিসিএল)-এর অধীনে গৃহীত একটি বড় সড়ক উন্নয়ন প্রকল্পের জন্য প্রস্তাবিত ভূমি অধিগ্রহণ সম্পর্কে একটি জনপরামর্শ জারি করেছে কাছাড় জেলা প্রশাসন।
এই প্রকল্পের উদ্দেশ্য হলো পয়লাপুলের নিকটবর্তী এনএইচ-৩৭ থেকে শুরু হয়ে জয়পুর, হরিনগর, কুমারছড়া, জিনাম, হাংরুম হয়ে এনএইচ-১৩৭ (মাহুর–তামেংলং রোড)-এর সাথে সংযোগ স্থাপন করা। এর মাধ্যমে দুর্গম গ্রামের সঙ্গে সংযোগ বৃদ্ধি পাবে এবং আঞ্চলিক উন্নয়নে গতি আসবে।
কাছাড়ের জেলাশাসক (ভূমি অধিগ্রহণ)-এর দফতর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রস্তাবিত সড়কের এলাইনমেন্টটি লাবক গ্র্যান্ট, লালাং গ্র্যান্ট, কমরাঙা বন্ড পার্ট-I, কামরাঙা বন্ড পার্ট-II, দলইছড়া, কনকপুর পার্ট-III, কনকপুর পার্ট-II, বালাধান গ্র্যান্ট, কনকপুর পার্ট-I, দীক্ষা গ্র্যান্ট, হরিনগর, পশ্চিম দীক্ষা, পাহেলপুর, ধর্মনগর, পূর্ব দক্ষিণ মুত্রাছড়া, উত্তর ডিফু, লালাংকিট্টা লাবকপার পার্ট-III, লাডিয়াছড়া গ্র্যান্ট, উত্তর দলইছড়া, থাইপুনগর, ছত্রিদয়াল, মল্লঙ পার্ট-II, মল্লঙ পার্ট-I, কুমারছড়া, ডিফু, দীপুছড়া, মৌল্টলুং (মল্লঙ এনসি), গেনদাথল (এনসি), এনজেন্টেমুখ (এনসি) এবং নিউ কালিনগর (এনসি)-সহ একাধিক গ্রামের মধ্য দিয়ে অতিক্রম করবে।
জেলা প্রশাসন নির্দিষ্ট এই এলাকাগুলির সমস্ত বাসিন্দা ও সংশ্লিষ্টদের নতুন নির্মাণকাজের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রস্তাবিত এলাইনমেন্টের মধ্যে যে কোনও নতুন নির্মাণ বা উন্নয়নমূলক কার্যক্রম চালাতে হলে কাছাড়ের জেলাশাসকের সংশ্লিষ্ট শাখা থেকে পূর্বানুমোদন গ্রহণ করা বাধ্যতামূলক। প্রশাসন আরও স্পষ্ট করে জানিয়েছে, এই বিজ্ঞপ্তি প্রকাশের তারিখের পর অনুমতি ছাড়াই নির্মিত যে কোনও অস্থায়ী বা স্থায়ী কাঠামো ভূমি অধিগ্রহণ বা প্রকল্প বাস্তবায়নের সময় ক্ষতিপূরণের আওতায় বিবেচিত হবে না। এই নির্দেশনা বেসরকারি ও বাণিজ্যিক উভয় প্রতিষ্ঠানের ক্ষেত্রেই প্রযোজ্য।
এই প্রকল্পটিকে একটি গুরুত্বপূর্ণ পরিকাঠামোগত মাইলফলক হিসেবে বর্ণনা করে জেলা প্রশাসন উন্নয়নমূলক কার্য সম্পাদন নির্বিঘ্ন ও দক্ষভাবে বাস্তবায়নের লক্ষ্যে সর্বাত্মক জনসহযোগিতার আহ্বান জানিয়েছে। আদেশটি প্রকাশের তারিখ থেকেই কার্যকর হয়েছে বলে বরাক উপত্যকার তথ্য ও জনসংযোগ বিভাগের আঞ্চলিক কার্যালয় শিলচর থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস