রবিবার হাইলাকান্দিতে জাতীয় প্রেস দিবসের আলোচনা চক্র
হাইলাকান্দি (অসম), ১৫ নভেম্বর (হি.স.) : জাতীয় প্রেস দিবস উপলক্ষ্যে আগামীকাল রবিবার হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা চক্রের আয়োজন করা হয়েছে। সকাল ১১টায় জেলা কমিশনারের সভাকক্ষে আলোচনা চক্রের বিষয়ে বস্তু ‘বিভ্রান্তিমূলক তথ্যের মধ্যে
রবিবার হাইলাকান্দিতে জাতীয় প্রেস দিবসের আলোচনা চক্র


হাইলাকান্দি (অসম), ১৫ নভেম্বর (হি.স.) : জাতীয় প্রেস দিবস উপলক্ষ্যে আগামীকাল রবিবার হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা চক্রের আয়োজন করা হয়েছে।

সকাল ১১টায় জেলা কমিশনারের সভাকক্ষে আলোচনা চক্রের বিষয়ে বস্তু ‘বিভ্রান্তিমূলক তথ্যের মধ্যে সংবাদ মাধ্যমের বিশ্বাসযোগ্যতাকে সুরক্ষা প্রদান’। আলোচনা চক্ৰে উপস্থিত থাকতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবাদ মাধ্যমের সঙ্গে জড়িত জেলার সবাইকে এবং প্রবীণ নাগরিকদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande