মাহির চিকিৎসা-পরবর্তী সেবায় আর্থিক সংকট, মুখ্যমন্ত্রীর সহায়তার আবেদন মায়ের
আগরতলা, ১৫ নভেম্বর (হি.স.) : জিবি হাসপাতালের চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রম ও স্বাস্থ্যকর্মীদের নিবিড় পরিষেবার ফলে সাড়ে পাঁচ মাস ধরে চিকিৎসাধীন থাকার পর অবশেষে কিছুটা সুস্থ হয়েছে কাঞ্চনপুরের ১০ বছরের মেয়ে মাহি। দীর্ঘ চিকিৎসার পর তাকে হাসপাতাল থেকে
মাহির মা


আগরতলা, ১৫ নভেম্বর (হি.স.) : জিবি হাসপাতালের চিকিৎসকদের অক্লান্ত পরিশ্রম ও স্বাস্থ্যকর্মীদের নিবিড় পরিষেবার ফলে সাড়ে পাঁচ মাস ধরে চিকিৎসাধীন থাকার পর অবশেষে কিছুটা সুস্থ হয়েছে কাঞ্চনপুরের ১০ বছরের মেয়ে মাহি। দীর্ঘ চিকিৎসার পর তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলেও এখনো পুরোপুরি সুস্থতার জন্য প্রয়োজন বিশেষ যত্ন ও পুষ্টিকর খাবারের। আর এই ব্যয় নির্বাহ করতেই আর্থিক সংকটে পড়েছেন মাহির মা। তাই নিরুপায় হয়ে মুখ্যমন্ত্রীসহ রাজ্যবাসীর কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি।

সম্প্রতি মাহিকে ঘিরে সংবাদমাধ্যমে ব্যাপক আলোচনা হয়েছিল। জ্বরজনিত জটিল শারীরিক সমস্যায় আক্রান্ত হয়ে গত পাঁচ মাসেরও বেশি সময় ধরে জিবি হাসপাতালে চিকিৎসাধীন ছিল ছোট্ট মাহি। হাসপাতালের চিকিৎসক ও নার্সদের অবিরাম প্রচেষ্টায় তার শারীরিক অবস্থার উন্নতি হয়। চিকিৎসা প্রক্রিয়া ছিল অত্যন্ত জটিল, তবু আশার আলো দেখিয়েছেন চিকিৎসকরা।

হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর আগরতলার এক সহৃদয়া মহিলা মাহি ও তার মাকে নিজের বাড়িতে আশ্রয় দিয়েছেন। মাহির মা তাকে ‘ধর্মের মা’ বলে ডাকেন। বর্তমানে ওই মহিলার বাড়িতেই থাকছেন তারা। তবে সুস্থতার পথে ফেরার জন্য মাহির প্রতিদিন প্রয়োজন পুষ্টিকর খাবার ও যত্ন, যার জন্য প্রয়োজন পর্যাপ্ত টাকা। দীর্ঘ চিকিৎসা-পর্বে নিঃস্ব হয়ে পড়া মা এখন আর্থিক সংকটে ভুগছেন। কাঞ্চনপুরে দশম শ্রেণিতে পড়া তাঁর ছেলেকেও আগরতলায় আনতে পারছেন না তিনি।

এদিকে রাজ্যের বহু মানুষই মাহিকে সাহায্য করতে আগ্রহী হলেও কিছু প্রক্রিয়াগত কারণে সরাসরি সাহায্য পৌঁছে দিতে পারছেন না বলে জানা গেছে। বিভিন্ন মহলের ধারণা—মাহির মায়ের এই আবেদন দ্রুত মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রাজ্য সরকার এগিয়ে আসবে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande