
কলকাতা, ১৫ নভেম্বর (হি. স.) : শনিবার সাতসকালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে লালবাজারের কাছে এজরা স্ট্রিটের একটি গুদামে। এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি আগুন। বরং দ্রুত আগুন ছড়াচ্ছে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের অন্তত ২০টি ইঞ্জিন। ল্যাডারের সাহায্য নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। পুলিশ ঘটনাস্থলে গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে। দমকলের গাড়ি জল বোঝাই করে নিয়ে অকুস্থলে দৌড় লাগায়। ঘটনায় প্রকাশ, বৈদ্যুতিক সাজ সরঞ্জামের গোডাউনে হঠাৎ ওই আগুন লাগে। দাহ্য পদার্থ মজুত থাকায় ছড়িয়ে পড়েছে তা অতি দ্রুত। প্রথম দফায় ছয়টি ইঞ্জিন কাজ শুরু করে। জনবহুল এলাকা স্বাভাবিক ভাবেই আতঙ্ক ছড়িয়েছে। এরপর দমকলের গাড়ির সংখ্যা বাড়ানো হয়। এক লাফে তা ৬ থেকে ১৭টি হয়েছে। শেষমেশ ২০ টি গাড়ি একযোগে কাজ করেছে। ডিসি সেন্ট্রাল জানিয়েছেন যে, বহুতলের একাধিক দোকান ভস্মীভূত। তবে সেখানে আটকে পড়া বা আটককে থাকার খবর নেই। এদিকে মন্ত্রী সুজিত বসু ঘটনাস্থলে পৌঁছেছেন। অন্যদিকে, পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমও এদিন দুপুরে সশরীরে সেখানে পৌঁছান। পুলিশ, দমকল ও কলকাতা পুরসভার আধিকারিকরা উপস্থিত আছেন।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত