
কলকাতা, ১৫ নভেম্বর (হি.স.): নির্বাচন কমিশনের প্রতিনিধিদল বাংলায় আসছে। তাঁদের সফরের মূল উদ্দেশ্য, এসআইআর প্রক্রিয়া খতিয়ে দেখা এবং ভোটার তালিকা যাতে সম্পূর্ণ স্বচ্ছ থাকে, তা নিশ্চিত করা।
জাতীয় নির্বাচন কমিশনের-র এই দল আগামী ১৮ নভেম্বর কলকাতায় পৌঁছবে। দলটি ২১ নভেম্বর নির্ধারিত প্রথম পর্যায়ের যাচাইকরণ (ফার্স্ট লেভেল চেকিং/এফএলসি) কর্মশালাতে অংশ নেবে। এই দলে রয়েছেন কমিশনের সিনিয়র ডিইসি জ্ঞানেশ ভারতী, দুই প্রধান সচিব এস বি জোশি, এবং মলয় মল্লিক এবং উপসচিব অভিনব অগ্রবাল। এছাড়া কর্মশালায় উপস্থিত থাকবেন কমিশনের উচ্চপদস্থ আধিকারিকরা, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, রাজ্যের বিভিন্ন জেলা নির্বাচন আধিকারিক (ডিইও) এবং সংশ্লিষ্ট কিছু কর্তা।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত