বিরসা মুন্ডার জন্মবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য রাজ্যপাল রমেন ডেকা-র
রায়পুর, ১৫ নভেম্বর (হি.স.) : স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার জন্মজয়ন্তীতে শ্রদ্ধা নিবেদন করলেন ছত্তিশগড়ের রাজ্যপাল রমেন ডেকা। শনিবার রাজভবনে বিরসা মুন্ডার ছবিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তাঁকে স্মরণ করেন তিনি। এই উপলক্ষ্যে ‘জনজাতীয় গৌরব দিবস’ উদযাপ
বিরসা মুন্ডার জন্মবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য রাজ্যপাল রমেন ডেকা


রায়পুর, ১৫ নভেম্বর (হি.স.) : স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার জন্মজয়ন্তীতে শ্রদ্ধা নিবেদন করলেন ছত্তিশগড়ের রাজ্যপাল রমেন ডেকা। শনিবার রাজভবনে বিরসা মুন্ডার ছবিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তাঁকে স্মরণ করেন তিনি।

এই উপলক্ষ্যে ‘জনজাতীয় গৌরব দিবস’ উদযাপন প্রসঙ্গে রাজ্যপাল দেশবাসীকে, বিশেষ করে সকল জনজাতীয় সম্প্রদায়ের মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

রাজভবনে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যপালের সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যপাল সচিব ড. সি.আর. প্রসন্না সহ রাজভবনের অন্যান্য আধিকারিক ও কর্মচারীরা।

প্রসঙ্গত , উপনিবেশ-বিরোধী এবং জনজাতি সম্প্রদায়ের স্বাধীনতা সংগ্রামী বিরসা মুণ্ডার (যিনি ১৮৭৪ সালে জন্মগ্রহণ করেছিলেন) জন্মবার্ষিকী স্মরণ করার জন্য ভারতে প্রতি বছর ১৫ নভেম্বর দিনটি জনজাতীয় গৌরব দিবস হিসেবে পালিত হয়। দেশজুড়ে এই বছরব্যাপী উদযাপনের অঙ্গ হিসেবে, ১ নভেম্বর থেকে ১৫ নভেম্বরের এই এক পক্ষকাল বিশেষভাবে পালিত হচ্ছে। বিরসা মুণ্ডা এবং ভারতের উপনিবেশ-বিরোধী সংগ্রামে অন্যান্য ভারতীয় জনজাতি সম্প্রদায়ের নেতাদের ত্যাগ ও সংগ্রামকে স্মরণ করা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande