রাজভবনে বীরসা মুণ্ডার ১৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে ঝাড়খণ্ড দিবস পালন
কলকাতা, ১৫ নভেম্বর (হি.স.): শনিবার রাজভবনে বীরসা মুণ্ডার ১৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে ঝাড়খণ্ড দিবস পালন করা হয়। ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’ কর্মসূচির ধারাবাহিক অংশ হিসেবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল রাজভবনে এদিন ভারতের ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রতির
বীরসা মুণ্ডার ১৫০তম জন্মজয়ন্তী


কলকাতা, ১৫ নভেম্বর (হি.স.): শনিবার রাজভবনে বীরসা মুণ্ডার ১৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে ঝাড়খণ্ড দিবস পালন করা হয়। ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত’ কর্মসূচির ধারাবাহিক অংশ হিসেবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল রাজভবনে

এদিন ভারতের ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলনের এক কিংবদন্তি যোদ্ধা বীরসা মুণ্ডা-র জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আদিবাসী পড়ুয়াদের জন্য ‘গভর্নরস বীরসা মুণ্ডা পুরস্কার’ ঘোষণা করলেন। যা ঝাড়খণ্ড ও উভয় রাজ্যের পড়ুয়ারা সুযোগ পাবেন।

রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক বলেন, রাজ্যপাল ভগবান বীরসা মুণ্ডাকে শ্রদ্ধা নিবেদন করেন। স্বাধীনতা সংগ্রামে ও জাতি গঠনে ঝাড়খণ্ডের মানুষের উজ্জ্বল অবদানের কথা উল্লেখ করেন। রাজ্যপাল ঘোষণা করেন যে ‘গভর্নরস বীরসা মুণ্ডা পুরস্কার’ চালু করা হবে। যার মাধ্যমে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের ২৫০ জন ছাত্র-ছাত্রীকে বৃত্তি দেওয়া হবে। তাদের অসাধারণ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে ও ভবিষ্যৎ প্রচেষ্টায় উৎসাহ হিসেবে।

এদিনের দুই কর্মসূচি উপলক্ষে বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস ঝাড়খণ্ডের রাজ্যপাল সন্তোষ কুমার গঙ্গোয়ারের একটি বিশেষ বার্তা বিনিময় করেন বলে জানা গিয়েছে। এর ফলে, এদিনের অনুষ্ঠানে আরও গৌরবময় হয়ে ওঠে বলে রাজভবনের ওই পদাধিকারী জানিয়েছেন।

রাজভবনের অনুষ্ঠানে আদিবাসী সম্প্রদায়ের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, তাদের রীতি-নীতি, শিল্প, সঙ্গীত এবং নৃত্যের মাধ্যমে সম্মান জানানো হয়। আদিবাসী সম্প্রদায়ের মানুষের বীরত্বকে স্যালুট জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আদিবাসী সম্প্রদায়ের মানুষের এই বীরত্বকে সংরক্ষণ ও লালন করার অঙ্গীকার করা হয়েছে এদিন রাজভবনের অনুষ্ঠান থেকে।

রাজ্যপাল সিভি আনন্দ বোস সকলকে আহ্বান জানিয়ে বলেছেন, আদিবাসী সমাজের প্রতিটি মানুষের জন্য মানসম্মত শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা এবং জীবিকার সুযোগ নিশ্চিত করতে আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ হই। কারণ, ভারত নানা জনজাতির সমৃদ্ধ ও বৈচিত্র্যের দেশ এবং এখানে ৫০০-রও বেশি ভাষা ও উপভাষার ব্যবহার দেখা যায়। জনজাতীয় গৌরববর্ষ হল আমাদের আদিবাসী ভাই-বোনদের ভাষাগত বৈচিত্র্যকেও উদযাপনের একটি মহৎ উপলক্ষ।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande