
কলকাতা, ১৫ নভেম্বর, (হি.স.): শনিবার রাজ্যপালের এসআইআর-এর সমর্থনে মন্তব্যের পর পালটা দিয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর মন্তব্য, ”বিজেপির চাকরবাকরের মতো রাজ্যপাল যতদিন থাকবেন, ততদিন ভালো কিছু পশ্চিমবঙ্গে হবে না।”
সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কড়া মন্তব্য, ”রাজ্যপালকে আগে বলুন তাঁর রাজভবনে বিজেপির অপরাধীদের যাতে না রাখে। রাজভবনে অপরাধী রাখছেন আর তাদের একটা করে বন্দুক দিচ্ছেন, বোমা দিচ্ছেন। বলছেন, মেরে এসো তৃণমূলের লোকেদের। আগে এসব বন্ধ করুন। তিনি অপদার্থ রাজ্যপাল! বিজেপির চাকরবাকর রাজ্যপাল যতদিন থাকবে, ততদিন ভালো জিনিস পশ্চিমবাংলায় হবে না।”
তৃণমূলের বরাবরের অভিযোগ, রাজভবন কেন্দ্রের শাসকদল বিজেপি দ্বারা প্রভাবিত। তাই এসআইআর নিয়ে বারবারই সাফাই শোনা যাচ্ছে তাঁর গলায়। তৃণমূলের সেই অভিযোগের সত্যতাই যেন প্রমাণিত হল রাজ্যপালের শনিবারের মন্তব্যে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত