১৮ দিনের শিশুর রহস্যমৃত্যু, চাঞ্চল্য যোধপুরে
যোধপুর, ১৫ নভেম্বর (হি.স.) : রাজস্থানের যোধপুর জেলার রাতানাডা এলাকার নেহরু কলোনিতে শনিবার ভোরে ১৮ দিনের এক শিশুর রহস্যমৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত্যুর সময় শিশুটি তখন ছিল তার মায়ের সঙ্গে মামার বাড়িতে। শিশুটির বাবা পুনমরাম সানসি
১৮ দিনের শিশুর রহস্যমৃত্যু, চাঞ্চল্য যোধপুরে


যোধপুর, ১৫ নভেম্বর (হি.স.) : রাজস্থানের যোধপুর জেলার রাতানাডা এলাকার নেহরু কলোনিতে শনিবার ভোরে ১৮ দিনের এক শিশুর রহস্যমৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত্যুর সময় শিশুটি তখন ছিল তার মায়ের সঙ্গে মামার বাড়িতে। শিশুটির বাবা পুনমরাম সানসির থানায় অভিযোগ দায়ের করেছেন।তিনি অভিযোগে জানান , তাঁর দুই শ্যালিকা শিশুটিকে খুন করেছে বলে সন্দেহ। অভিযোগের ভিত্তিতে পুলিশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে শিশুটিকে অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়। হাসপাতাল কর্তৃপক্ষই প্রথম পুলিশকে খবর দেয়। পরে পুলিশ আধিকারিকরা ঘটনাস্থল নেহরু কলোনিতে পৌঁছে তদন্ত শুরু করেন। এফএসএল দলও এসে নমুনা সংগ্রহ করেছে। যদিও পুলিশ এখনও পর্যন্ত ঘটনাস্থল সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।

স্থানীয়দের দাবি, পরিবারে নিত্যদিন অশান্তি চলত। প্রাথমিক সন্দেহ, শিশুটির মৃত্যু স্বাভাবিক নয়। কিছু তথ্যের ভিত্তিতে তদন্তকারীরা নরবলি-সংক্রান্ত আশঙ্কাও খতিয়ে দেখছেন। শিশুটির দেহের ময়নাতদন্ত ইতোমধ্যেই মেডিক্যাল বোর্ডের মাধ্যমে সম্পন্ন হয়েছে। মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্ত রিপোর্ট পেলেই স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।তদন্তের চলছে ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande