
নর্মদা, ১৫ নভেম্বর (হি.স.): স্বাধীনতা সংগ্রামে জনজাতি সমাজের অবদান কখনও উপেক্ষা করা যায় না। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তিনি বলেন, এই স্বীকৃতি অনেক আগেই পাওয়া উচিত ছিল, কিন্তু শুধুমাত্র কয়েকটি পরিবারকে কৃতিত্ব দেওয়ার আকাঙ্ক্ষা আমাদের আদিবাসী ভাই-বোনদের ত্যাগ, শৃঙ্খলা এবং নিষ্ঠাকে অবহেলা করেছে। এই কারণেই, ২০১৪ সালের আগে, দেশের খুব কমই কেউ ভগবান বিরসা মুন্ডাকে সম্মানিত করেছিল।
প্রধানমন্ত্রী বলেন, আমরা এটি পরিবর্তন করেছি, কারণ আগামী প্রজন্মকে জানতে হবে যে আমাদের আদিবাসী সম্প্রদায়গুলি ভারতের স্বাধীনতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। প্রধানমন্ত্রী আরও বলেন, ৬ দশক ধরে, কংগ্রেস সরকার আদিবাসী সম্প্রদায়গুলিকে নিজেদের উপর ছেড়ে দিয়েছে। অপুষ্টি অব্যাহত ছিল, শিক্ষার অভাব ছিল এবং এই ত্রুটিগুলি অনেক আদিবাসী অঞ্চলের দুর্ভাগ্যজনক পরিচয় হয়ে ওঠে। কংগ্রেস সরকার উদাসীন ছিল। বিজেপির জন্য, আদিবাসী কল্যাণ সর্বদা একটি অগ্রাধিকার। আমরা আমাদের আদিবাসী ভাইবোনদের উপর যে অবিচারের সম্মুখীন হচ্ছে তা বন্ধ করার দৃঢ় সংকল্প নিয়ে এগিয়ে চলেছি।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা