
নর্মদা, ১৫ নভেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার গুজরাটের নর্মদা জেলার দেবমোগরা মন্দির দর্শনের পর সেখানে পূজার্চনা করেছেন। এরপর দুপুরে তিনি নর্মদা জেলার ডেদিয়াপাদায় গিয়ে ধরতি আবা ভগবান বীরসা মুন্ডার ১৫০-তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন। এই উপলক্ষ্যে ৯ হাজার ৭০০ কোটি টাকারও বেশি বিভিন্ন পরিকাঠামো ও উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।
ডেদিয়াপাদায় প্রধানমন্ত্রী গ্রামাঞ্চল এবং সেখানকার প্রত্যন্ত অঞ্চলগুলির জনজাতি সম্প্রদায় এবং পরিকাঠামো উন্নয়নের স্বার্থে বহুবিধ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি প্রধানমন্ত্রী জনজাতি ন্যায় মহাঅভিযান (পিএম-জেএএনএমএএন)-র অধীন ১ লক্ষ নবনির্মিত গৃহে গৃহপ্রবেশ অনুষ্ঠান এবং ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান (ডিএ-জেএজিইউএ)-এ অংশগ্রহণ করেন।
প্রধানমন্ত্রী প্রায় ১ হাজার ৯০০ কোটি টাকা ব্যয়ে ৪২টি একলব্য মডেল আবাসিক বিদ্যালয় এবং ২২৮টি বহু উদ্দেশ্যসাধক কেন্দ্রের উদ্বোধন করেন। জনজাতি অধ্যুষিত জেলায় যোগাযোগের সুবিধার জন্য ২৪০টি বাসের যাত্রার সূচনা করেন প্রধানমন্ত্রী।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা