বিশ্বকে রাজনীতি শেখানোর ক্ষমতা আছে বিহারের জনগণের : প্রধানমন্ত্রী
সুরাট, ১৫ নভেম্বর (হি.স.): বিশ্বকে রাজনীতি শেখানোর ক্ষমতা আছে বিহারের জনগণের। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার গুজরাটের সুরাটে এক জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেন, সুরাটে বসবাসকারী আমার ভাই-বোনেরা বিহারের নির্বাচন নিবিড়ভাবে পর্যবেক্ষণ কর
প্রধানমন্ত্রী


সুরাট, ১৫ নভেম্বর (হি.স.): বিশ্বকে রাজনীতি শেখানোর ক্ষমতা আছে বিহারের জনগণের। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শনিবার গুজরাটের সুরাটে এক জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেন, সুরাটে বসবাসকারী আমার ভাই-বোনেরা বিহারের নির্বাচন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিলেন। বিহারের জনগণকে রাজনীতি শেখানোর দরকার নেই। তাঁদের কাছে বিশ্বকে রাজনীতি শেখানোর ক্ষমতা আছে।

প্রধানমন্ত্রী বলেন, এই নির্বাচনে, বিজয়ী এনডিএ জোট এবং পরাজিত মহাজোটের মধ্যে ১০% ভোটের পার্থক্য রয়েছে। এটি একটি উল্লেখযোগ্য পরিমাণ। এর অর্থ হল গড় ভোটাররা একদিকে ভোট দিয়েছেন, এবং কোন ইস্যুতে? উন্নয়ন। এখন বিহারে উন্নয়নের আকাঙ্ক্ষা স্পষ্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিহার একটি ঐতিহাসিক বিজয় অর্জন করেছে এবং যদি আমরা বিহারের জনগণের সঙ্গে দেখা না করে সুরাট ত্যাগ করি, তাহলে আমাদের যাত্রা অসম্পূর্ণ মনে হয়। অতএব, গুজরাটে বসবাসকারী আমার বিহারি ভাইয়েরা, বিশেষ করে সুরাটে, তাদের এই অধিকার আছে এবং এটি আমার স্বাভাবিক দায়িত্ব, আপনাদের মধ্যে এই বিজয় উদযাপনের অংশ হওয়া।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande