
নয়াদিল্লি, ১৫ নভেম্বর (হি.স.): ভগবান বিরসা মুন্ডার জন্মবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন। শনিবার সকালে সংসদ চত্বরে প্রেরণা স্থলে বিরসা মুন্ডাকে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন, লোকসভার স্পিকার ওম বিড়লা, রাজ্যসভার ডেপুটি চেয়ারপার্সন হরিবংশ, কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ রামবীর সিং বিধুরি এবং বাঁসুরি স্বরাজ।
জনজাতি সম্প্রদায়ের স্বাধীনতা সংগ্রামী ভগবান বিরসা মুণ্ডার জন্মবার্ষিকী উপলক্ষ্যে শনিবার, ১৫ নভেম্বর দিনটি দেশজুড়ে জনজাতীয় গৌরব দিবস হিসেবে পালিত হচ্ছে। কেন্দ্রীয় জনজাতি বিষয়ক মন্ত্রক ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিভিন্ন জনজাতি আন্দোলন এবং বিদ্রোহকে স্মরণ করতে এবং তাঁদের সংস্কৃতি ও ইতিহাসকে তুলে ধরতে ১১-টি জাদুঘর স্থাপন করছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা