
নয়াদিল্লি, ১৫ নভেম্বর (হি.স.): বিহার বিধানসভা নির্বাচনে জয়লাভের একদিন পরই বিহারের বিদ্রোহী নেতাদের দিকে মনোনিবেশ করেছে বিজেপি। দলবিরোধী কার্যকলাপের জন্য বহিষ্কৃত তিন নেতার মধ্যে রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আর কে সিং। এছাড়াও বিহারের একজন প্রবীণ রাজনীতিবিদও সাসপেন্ড হয়েছেন। দলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া অন্য দুজন হলেন বিধান পরিষদের সদস্য অশোক আগরওয়াল এবং কাটিহারের মেয়র ঊষা আগরওয়াল।
বিহার বিজেপির রাজ্য সদর দফতরের দায়িত্বপ্রাপ্ত অরবিন্দ শর্মা শনিবার সকালে নেতাদের কাছে একটি নোটিশ জারি করে তাদের বরখাস্তের কথা জানিয়েছেন এবং এক সপ্তাহের মধ্যে ব্যাখ্যা দিতে বলেছেন। তিনি বলেন, আপনারা দলবিরোধী কার্যকলাপে লিপ্ত হচ্ছেন। এটি শৃঙ্খলার আওতায় পড়ে। দল এটিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে। এতে দলের ক্ষতি হয়েছে। অতএব, নির্দেশ অনুসারে, আপনাদের দল থেকে বরখাস্ত করা হচ্ছে এবং কেন আপনাদের দল থেকে বহিষ্কার করা হবে না, তা ব্যাখ্যা করতে বলা হচ্ছে। অতএব, এই চিঠি পাওয়ার এক সপ্তাহের মধ্যে দয়া করে আপনার অবস্থান স্পষ্ট করুন।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা