রবিবার থেকে ফের লালকেল্লা খোলা হবে
নয়াদিল্লি, ১৫ নভেম্বর, (হি.স.): দিল্লি বিস্ফোরণের পরেই জনসাধারণের জন্য লালকেল্লার দরজা বন্ধ করে দেয় ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ (এএসআই)। শনিবার বিবৃতি জারি করে জানানো হয়, রবিবার অর্থাৎ, ১৬ নভেম্বর থেকে লালকেল্লা খোলা হবে। বিস্ফোরণের পর এএসআই কর্তৃ
লালকেল্লা


নয়াদিল্লি, ১৫ নভেম্বর, (হি.স.): দিল্লি বিস্ফোরণের পরেই জনসাধারণের জন্য লালকেল্লার দরজা বন্ধ করে দেয় ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ (এএসআই)। শনিবার বিবৃতি জারি করে জানানো হয়, রবিবার অর্থাৎ, ১৬ নভেম্বর থেকে লালকেল্লা খোলা হবে।

বিস্ফোরণের পর এএসআই কর্তৃপক্ষ দিল্লি পুলিশকে চিঠি লিখে লালকেল্লা বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানান। প্রথমে বলা হয়, মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত লালকেল্লা বন্ধ রাখা হবে। তবে পরে তদন্তের স্বার্থে সেই সময়সীমা আরও দু’দিন বাড়ানো হয়। শনিবার এএসআই কর্তৃপক্ষ আবার লালকেল্লা খোলার সিদ্ধান্তের কথা জানালেন।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande