
কলকাতা, ১৫ নভেম্বর, (হি.স.): এনুমারেশন আবেদনপত্র পূরণ করা নিয়ে রাজ্যের বহু মানুষের বিভ্রান্তি এখনও রয়ে গিয়েছে। কিন্তু পূরণ হয়ে যাওয়ায় রাজ সমাদরে শনিবার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি গিয়ে তাঁর কাছ থেকে আবেদনপত্র নিয়ে এলেন বুথ স্তরের আধিকারিক (বিএলও)।
সূত্রের খবর, পার্থবাবুর সহযোগীরা বিএলও-র অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন। সেই মতো শনিবার সকালে বেহালা পশ্চিমের বিধায়কের নাকতলার বাড়িতে গিয়ে পূরণ হওয়া এনুমারেশন ফর্ম নিয়ে আসেন।
কমিশনের সূত্র জানায়, বুধবার দুপুর ১২টা নাগাদ পার্থের বাড়িতে গিয়ে এনুমারেশন
আবেদনপত্র দিয়ে আসেন বিএলও। পার্থবাবু নিজেই সই করে সেই আবেদনপত্র সংগ্রহ করেন। কমিশনের নির্দেশ মতো, বেহালা পশ্চিমের বিধায়ককে ফর্ম বিলির সময়ে ছবিও তোলেন বিএলও।
তারপরে বুধবারই আবেদনপত্র পূরণ করেন পার্থবাবু। তারপরে প্রাক্তন শিক্ষামন্ত্রী বলেন, “আজ আমি এসআইআর ফর্ম পূরণ করেছি। আমার দলের লোকেরাই এসে আমার কাছে এসে করিয়ে নিয়ে গিয়েছে। আমার নেত্রী তো এসআইআর করতে বারণ করেননি।”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত