
নয়াদিল্লি, ১৫ নভেম্বর (হি.স.): অবশেষে যাত্রীদের জন্য খুলে দেওয়া হল লালকেল্লা মেট্রো স্টেশনের ২ ও ৩ নম্বর গেট। শনিবার ডিএমআরসি-র পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। এক্স মাধ্যমে জানানো হয়েছে, লালকেল্লা মেট্রো স্টেশনের ২ এবং ৩ নম্বর গেট এখন যাত্রীদের জন্য উন্মুক্ত।
উল্লেখ্য, লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে সম্প্রতি গাড়িতে বিস্ফোরণ হয়। সন্ত্রাসী সেই ঘটনার পর বন্ধ করে দেওয়া হয় লালকেল্লা মেট্রো। অবশেষে শনিবার থেকে লালকেল্লা মেট্রো স্টেশনের ২ ও ৩ নম্বর গেট যাত্রীদের জন্য খুলে দেওয়া হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা