রাজ্যে মহিলাদের নিরাপত্তা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে, লকেটের কটাক্ষ
কলকাতা, ১৫ নভেম্বর (হি.স.): “রাজ্যে মহিলাদের নিরাপত্তা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে।” শনিবার বিজেপি পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক লকেট চ্যাটার্জী সাংবাদিকদের উদ্দেশ্যে এই বক্তব্য রাখেন। তিনি বলেন, “পশ্চিমবঙ্গ একজন মহিলা মুখ্যমন্ত্রীর দ্বারা পরিচালিত হলে
লকেট চ্যাটার্জী


কলকাতা, ১৫ নভেম্বর (হি.স.): “রাজ্যে মহিলাদের নিরাপত্তা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে।” শনিবার বিজেপি পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক লকেট চ্যাটার্জী সাংবাদিকদের উদ্দেশ্যে এই বক্তব্য রাখেন।

তিনি বলেন, “পশ্চিমবঙ্গ একজন মহিলা মুখ্যমন্ত্রীর দ্বারা পরিচালিত হলেও এখানে সবচেয়ে নিপীড়িত ও বঞ্চিত অংশ হল রাজ্যের মহিলারা। সম্প্রতি কাকদ্বীপে এক হিন্দু আইন-পড়ুয়াকে শেখ মনোহার আলমের চেম্বারে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।”

“ঘটনার পর শেখ মনোহার আলম পালিয়ে যায়। পুলিশ তাকে গ্রেফতার করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।” এই মন্তব্য করে তিনি ওই তরুণীর মৃত্যুকে কেন্দ্র করে পুলিশের ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন তুলে বলেন, শক্তিশালী প্রভাবশালী রাজনৈতিক হাত না থাকলে এ ধরনের ঘটনা ঘটতেই পারে না।

তিনি সাংবাদিকদের কিছু ছবি দেখান যেখানে শেখ মনোহার আলমকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande